জিবিনিউজ 24 ডেস্ক //
দক্ষিণ আফ্রিকান এক ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেলো ইংল্যান্ড-আফ্রিকা ওয়ানডে ম্যাচ।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওই বিবৃতিতে বলা হয়েছে- উভয় দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলাটি। ডে-নাইট ম্যাচ শুরুর ঠিক এক ঘণ্টা আগে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পরিত্যক্ত হওয়া ম্যাচটি রোববার পার্লেতে অনুষ্ঠিত হবে। পরের দিন হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। বুধবার হবে সিরিজের শেষ ওয়ানডে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন