হোয়াইট হাউজে মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার

gbn

পবিত্র রমজানে মুসলিমদের জন্য হোয়াইট হাউজে ইফতারে আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইফতারের নৈশভোজে অংশ নিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করছে। খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কূটনৈতিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করেই এমনটা হয়েছে। কিন্তু সবাই বলেছিল এটা অসম্ভব হবে। তিনি ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করতে যাচ্ছি। রেকর্ড সংখ্যায় তাকে ভোট দেওয়ার জন্য আমেরিকান মুসলিমদের ধন্যবাদ জানান ট্রাম্প এবং বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে আপনাদের পাশে থাকব।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প গাজাকে অবকাশকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে এই অবরুদ্ধ উপত্যকার ফিলিস্তিনিদের স্থানচ্যুতির জন্য বারবার চাপ দিয়ে দেশে এবং বিদেশে মুসলিমদের ক্ষুব্ধ করেছেন। তবে ট্রাম্পের এমন প্রস্তাবকে জাতিগত নিধন হিসেবে দেখছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো।

 

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (আনরোয়া) জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কোনো সহায়তা প্রবেশ করেনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে।

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও এক লাখ ১৩ হাজার ৯১০ জন। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন