দুই শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করে নিল ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

"ঈদের আনন্দ হোক সবার জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।"

আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার লালবাগের শহীদ হাজি আবদুল আলীম ঈদগাহ খেলার মাঠে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" প্রতিবারের ন্যায় এবারো আসন্ন ঈদ উল ফিতরকে উপলক্ষ্য করে দুই শতাধিক দরিদ্র অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল মুরগি, পোলাও চাল, চিনি, তেল, নুডুলস, সেমাই, দুধ, আলু, পিঁয়াজ, মসলা ইত্যাদি। সংগঠনটি ঈদ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে  দুই শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করে নেয়। 

ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক জননেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু,। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মাদ রাশেদ হাসান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহা: আব্দুল্লাহ, মোঃ সোহেল রানা, মোঃ কবির হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আলী জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান আহমাদ, দপ্তর সম্পাদক মোঃ সজীব হাসান,  প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক হাজী হাফেজ মোঃ সিফাত হুসাইন, কার্যকরী সদস্য  মোঃ আব্দুস সামাদ সুমন, মোঃ আসলাম পারভেজ রিয়াদ, মোঃ নাঈম হাসান।

আরো উপস্থিত ছিলেন বিপ্লব হোসেন, ম্যাডলিন গোমেজ, রবিউল ইসলাম আশিক, রাশেদুল হাসান ইয়ামিন, রাত্রি চৌহান, রশনী আক্তার, সায়মা হোসেন মাঈশা, মোঃ হৃদয়, মোঃ রিফাত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" দীর্ঘ সাত বছর ধরে মানবসেবা করে যাচ্ছে। এই সংগঠন তরুণ প্রজন্ম ও সমাজ একে অপরের সঙ্গে সম্পৃক্ত করে  দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" দেশের তরুণ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। কেননা, এই সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের মাঝে দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন সংকটে সামাজিক সংগঠন ব্যাপক তাৎপর্য ভূমিকা রাখছে যেমনটি  "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" দীর্ঘ সাত বছর ধরে মানবসেবা করে যাচ্ছে। তাদের এই কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনে্ক যুবক ভাইয়েরা এগিয়ে আসছে। আগামীতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম। "ঈদের আনন্দ হোক সবার জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করে অসাধারন মানবতা দেখিয়েছে। যা সত্যিই প্রশংসার দাবী রাখে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন