অক্ষয়ের সঙ্গে মাধবন চমক, রয়েছেন অনন্যাও

gbn

ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘কেশরি’ দর্শক মহলে দারুণ সারা ফেলেছিল। এবার নির্মিত হয়েছে সেটির সিক্যুয়েল, ‘কেশরি চ্যাপ্টার ২’। সম্প্রতি উন্মুক্ত হয়েছে সিক্যুয়েলটির টিজার। টিজারে অক্ষয় কুমারকে দেখা গেছে আইনজীবী হিসেবে।

এবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। সেখানে অনন্যা পান্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গেছে।

 

সিনেমাটির নতুন পোস্টার প্রেক্ষাগৃহে টাঙানো হলে দর্শকরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর তা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে।

 

পোস্টারে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গেছে। পোস্টারে অক্ষয়ের মতো, মাধবনকেও চশমা পরেতে দেখা গেছে। সঙ্গে কাঁচা-পাকা দাড়িতে বেশ অন্য রকম লুকে নজর কেড়েছেন মাধবন। আইনজীবীর ভূমিকায় নজর কেড়েছেন অনন্যা।

অনন্যাকে সাদা শাড়ি, কালো ওয়েস্টকোট এবং গলায় সাদা ব্যান্ড পরে দেখা গেছে। পোস্টারে তার চোখ যেন কথা বলছে।

 

Ananya Panday's FIRST Look From Kesari Chapter 2 Out; Actress To Play  Anglo-Indian Lawyer In Akshay Kumar Film? - News18

তবে ‘কেশরি চ্যাপ্টার ২’-এর এই নতুন পোস্টার দেখে দুই ভাগে বিভক্ত নেটপাড়া। অনেককে অনন্যার এই নতুন অবতার দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যেমন একজন লেখেন, ‘অনন্যা একজন অভিনেত্রী হিসেবে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন।

’ তবে অনেকে তাকে এই লুকে দেখে নানা নেতিবাচক মন্তব্যও করেছেন। একজন লেখেন, ‘এটা কেন? এত হাস্যকর লাগছে। তবে আশা করি অনন্যা সবার মন জয় করবে।’ তবে অনেকে অনন্যাকে ট্রলও করেছেন। একজন লেখেন, ‘মিস্‌কাস্ট! এতে ক্যাটরিনাকে কাস্ট করলে না! সে অ্যাংলো-ব্রিটিশ ভূমিকায় অসাধারণ অভিনয় করতো!’ আর একজন তাকে সমর্থন জানিয়ে লেখেন, ‘মিস্‌কাস্ট।’

 

তবে এই প্রথম নয়, এর আগেও অনন্যা একটি ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২৩ সালে, অভিনেত্রী ‘ড্রিম গার্ল ২’-তে আয়ুষ্মান খুরানার বিপরীতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘কেশরি চ্যাপ্টার ২’ আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন