সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত

gbn

রোববার (৩০ মাচ ) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন।

 

নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। জানা গেছে, গত ১৫ বছর ধরে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

 

 

 

এদিকে মুসলিম উম্মাহ বাংলাদেশের আয়োজনে সকাল সোয়া ৭টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

 

মুসল্লিরা দাবি করেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।

 

একই তারিখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করার জন্য সব মুসলমানদের প্রতি আহ্বান জানান নামাজে আসা মুসল্লিরা।

 

 

 

এ ছাড়া আরও কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, চাঁদপুরের অর্ধশত গ্রামেও উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর। মাদারীপুরের ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ পালন করছেন ঈদুল ফিতর।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন