মুক্তির আগেই ৬০০ ওয়েবসাইটে ফাঁস সালমানের ‘সিকান্দার’

gbn

বলিউড সুপার স্টার সালমান খানের অনুরাগীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ঈদ উপলক্ষে আজ (৩০ মার্চ) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। সিনেমাটি নিয়ে ভীষণ প্রত্যাশায় রয়েছেন পরিচালক থেকে প্রযোজক সবারই। কিন্তু দুর্ভাগ্যবশত রোববার (২৯ মার্চ) বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে পুরো সিনেমা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে এ তথ্য জানা গেছে।

একটি সূত্র বলছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০ ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। সংবাদটি ছড়িয়ে পড়ার পরেই সালমান মধ্যে উদ্বেগ দেখা গেছে। এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে চলচ্চিত্র বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহতাকে।

 

রোববার সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, ‘এই ঘটনাটি যে কোনো প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। এর আগেও এমন অনেক ঘটনা আমরা শুনেছি। দুর্ভাগ্যবশত এবার ‘সিকান্দার’র ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো।’

নাহতা আরও বলেন, ‘সিনেমা নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন অ্যান্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, এরই মধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে। ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ছে এবং ক্রমশ বেড়েই যাচ্ছে। এটি সত্যি ভীষণ নিন্দনীয় একটি কাজ। বক্স অফিসে এর প্রভাব পড়তে পারে।’

 

‘সিকান্দার’ সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন যাতে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।

 

 

গত দুবছরে সালমানের এটি এমন একটি সিনেমা যেটি ঈদের সময় মুক্তি পেল। অগ্রিম বুকিং অনেক আগে শুরু হয়ে গেলেও এটি এখন পর্যন্ত কোনো রেকর্ড ভাঙতে পারেনি। তবে মনে করা হচ্ছে সিনেমা মুক্তি পেলে এটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন