সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমদ জানান, মৌলভীবাজার পৌর ঈদগাহ মাঠে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঈদগাহ এর গেইট, আলোকসজ্জা এবং পরিচ্ছন্নতার কাজে সজাগ রয়েছে পৌরসভা। তাছাড়া নিরাপত্তার ব্যাপারেও জেলা প্রশাসন সর্বোচ্চ ব্যবস্হা গ্রহন করেছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদ জামাত আদায় করতে পারেন। এবারের ঈদ-উল ফিতরের তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ছয়টায়, সকাল সাড়ে সাতটায় এবং সকাল সাড়ে আটটায়। বিশাল এই ঈদগাহ ময়দানে একসাথে দশ থেকে বারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন