বিপুল সংখ্যক মুসলমানের অংশগ্রহণে ওয়েস্ট লন্ডনের আইজলওয়ার্থ দ্বীন সেন্টার (আইডিসি) ঈদুল ফিতর উদযাপিত

gbn

আইজলওয়ার্থ,ওয়েষ্ট লন্ডন ৩০ মার্চ ২০২৫ ||

বিপুল সংখ্যক মুসলমানের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আইজলওয়ার্থ দ্বীন সেন্টারের আয়োজনে আইডিসি মসজিদে প্রথমবারের মতো ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সব বয়সের পুরুষ মহিলা ও শিশু কিশোরদের পদভারে ভরে যায় আইজলওয়ার্থ দ্বীন সেন্টার এলাকা।

টুইকেনহাম, উইটন, হ্যানওয়ার্থ, হাউন্সলো, রিচমন্ড সহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত মুসলমানের এক মিলন মেলায় পরিণত হয় আইজলওয়ার্থ। তাকবীর ধ্বনি ছিলো সবার মুখে। উইকেন্ডের সুন্দর রৌদ্দ্রজ্জ্বল দিনে স্বপরিবারে বাংলাদেশী, পাকিস্তানী, এরাবিয়ান, আফ্রিকান সহ মিশ্র কমিউনিটি যোগ দেয় ঈদের জামায়াতে।

এতে ইমামতি করেন আইডিসি ইমাম ও চ্যানেল এস'র জনপ্রিয় উপস্থাপক শায়খ আবু সাঈদ আনসারী। এছাড়াও প্রথম ও তৃতীয় জামাআতে ইমামতি করেন যথাক্রমে উস্তাদ তারিক আল জামাল ও উস্তাদ সিরাজুল ইসলাম। ঈদের নামাজের খুতবায় প্যালেষ্টাইনসহ সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ সহ সারা দুনিয়ায় শান্তি সমৃদ্ধির জন্য দুয়া করা হয়।

আইডিসির পক্ষ থেকে উপস্থিত মুসুল্লীদের ধন্যবাদ জানানো হয় এবং আগামীতে আরো সুন্দর আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে আইডিসি ওয়েস্ট লন্ডনের আইজলওয়ার্থ এলাকায় মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পাব ক্রয় করে। বর্তমানে বিল্ডিং মেরামতের কাজ প্রায় শেষের দিকে এবং শীগ্রই তা সবার জন্য খুলে দেয়া হবে বলে আইডিসি কর্তৃপক্ষ জানিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন