“ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নাসির আহমেদ শাহীন“র শুভেচ্ছা বার্তা”

gbn

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সবাইকে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শুভেচ্ছা জানান।

আজ এক শুভেচ্ছা বার্তায় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ সভাপতি পদ মর্যাদা)ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন বলেন, সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর ঈদ-উল-ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। তিনি বলেন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের ছিন্নমূল ও দরিদ্র মানুষের কথাও ভাবতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানান তিনি।

নাসির আহমেদ শাহীন আরও বলেন,এ ঈদ আমাদের মাঝে আরো গভীর ভালোবাসা ও সহযোগিতার সূচনা ঘটাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসুন, আমরা একসঙ্গে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

দীর্ঘ দেড় দশক পর এবার ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ণ ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে, তাদের পাশে থাকতে হবে। ঈদুল ফিতরের আনন্দে যেন সমাজের সব শ্রেণীর মানুষ শরীক হতে পারে সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের স্বচ্ছল মানুষের দায়িত্ব। কোন অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

আমরা সবাই ঈদের প্রকৃত সৌন্দর্য ও ইসলামী ঐতিহ্যের স্বাদ উপভোগ করি। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এদেশে দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ ও সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন নাসির আহমেদ শাহীন ।

আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন