সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
আজ ৩১শে মার্চ সোমবার বাংলাদেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজার জেলায় ও যথাযোগ্য মর্যাদায় ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারে ও হজরত সৈয়দ শাহ মোস্তফা (রাঃ) পৌর ঈদগাহে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ছয়টায়, সাড়ে সাতটায় এবার সাড়ে আটটায়। উল্লেখ্য যে প্রথম জামাতে প্রায় ২৫|৩০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করেন। সমস্ত ঈদগাহে কানায় কানায় মানুষের উপস্থিতি ছিলো। ঈদগাহ এর বাহিরে শাহ মোস্তফা সড়কেও অসংখ্য মানুষ নামাজ আদায় করেন। গতকয়েকদিন থেকেই উৎসবমুখর পরিবেশ এবং ঈদের আমেজ ছিল মানুষের মধ্যে। যা আজ ঈদের দিনের মাধ্যমে সমাপ্তি হলো।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন