আজ সোমবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ২৯ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ধর্মীয় আবহ ও আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে আজ ঈদ উদযাপন করছে। ঈদ মোবারক।
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করেন। আজ সকালে জামাতে মুসলমানরা ঈদের নামাজ আদায় করছেন।
সিলেটে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের নামাজের জামাত শেষে কোলাকুলি করেন মুসল্লিরা।
উৎসবমুখর এই দিনে শিশুদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীদের বাসায় দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন অনেকে।
সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। জামাতে মুসল্লিরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি চলছে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন, মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার প্রদর্শন করা হয়েছে। ঈদুল ফিতরের আগের রাতে সরকারি ভবনসমূহসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন