মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি || যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, আমি ক্ষমতা গ্রহণের পরই দেশবাসীকে ১০০ দিন মাস্ক পড়ে থাকার আহ্বান জানাবো। এতে করে উল্লেখযোগ্য হারে করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে বলে তিনি মনে করেন। খবর সিএনএনের। মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। তিনি আরও বলেন, তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি সরকারি দফতরে মাস্ক পড়া বাধ্যতামূলক করবেন। করোনায় এখন সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত রেকর্ড ১ কোটি ৪০ লাখ মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারাও গেছেন সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী। কোভিডে এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। সিএনএনের সাংবাদিক জ্যাক টেপারকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ক্ষতায় বসার প্রথম দিনই আমি সবাইকে বলবো- আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পড়ে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র একশ’ দিনের জন্য।
তিনি আশা প্রকাশ করেন, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে, আর সবাই মাস্ক পড়লে খুব সহজেই এ মহামারী থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন