হুসনা খান হাসি
===================
রক্তাক্ত গাজার শিশুর কান্না,
বিধ্বস্ত ঘরে নেই ঈদের সুর।
বাবা-মা হারিয়ে নিঃস্ব সে আজ,
চোখে তার শুধুই শূন্যতার নূর।
সিরিয়ার শিবিরে কিশোরীর দৃষ্টি,
শান্তির ঈদ সে দেখেনি কভু।
বোমার শব্দে ঘুম ভাঙে রাতে,
স্বপ্নগুলো তার মাটিতে রভু।
ইয়েমেনের পথে ক্ষুধার্ত শিশু,
হাতে তার নেই মিষ্টির থালা।
ঈদের দিনে সে খোঁজে কেবল
একটুকরো রুটি, নিরাপদ আশ্রয়।
আমরা যখন নতুন পোশাকে,
সেমাই-পায়েসে মুখরিত ঘর।
তাদের কথা কি মনে পড়ে?
যারা হারিয়েছে সব, পেয়েছে কষ্টের ভার।
তাদের দুঃখে ভাগ বসাই,
ঈদের খুশি হোক সবার সমান।
মানবতার ডাকে সাড়া দিয়ে,
সম্পূর্ণ হোক আমাদের ঈদ আনন্দ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন