মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২৭০০ ছাড়াল

gbn

কয়েক দশকের মধ্যে ভয়াবহতম ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছে শত শত মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালালেও গৃহযুদ্ধের কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) টেলিভিশনে দেওয়া ভাষণে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং জানিয়েছেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৪ হাজার ৫২১ জন, নিখোঁজ রয়েছেন আরও ৪৪১ জন। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে পারে।

গত শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে শত শত বছরের পুরনো গির্জাসহ আধুনিক ভবন ধসে পড়ে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারী কার্যালয়ের তথ্য অনুযায়ী, মান্দালয় শহরে জাতিসংঘ পরিচালিত একটি প্রাক-বিদ্যালয় ধসে ৫০ শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সরঞ্জাম ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক উদ্ধার কমিটি (আইআরসি) জানিয়েছে, ভূমিকম্পকবলিত মানুষজন এখনো পরাঘাতের (আফটারশক) ভয়ে রাস্তায় কিংবা খোলা মাঠে রাত কাটাচ্ছেন। বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় আশ্রয়, খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা জরুরি হয়ে পড়েছে।

এ ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে একটি আকাশচুম্বী ভবন ধসে পড়ে। সেখানে চাপা পড়াদের জীবিত উদ্ধারে অভিযান চলছে, তবে উদ্ধারকারীরা বলছেন, পরিস্থিতি জটিল হওয়ায় জীবিত উদ্ধারের আশা কমে আসছে।

ত্রাণ ও উদ্ধার সংস্থাগুলো বলছে, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের দ্রুত উদ্ধারে সেনা বাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন