ঈদে সিলেট নগরীর ভিন্ন রূপ

gbn

নিজস্ব প্রতিবেদক //

ঈদুল ফিতরে টানা ৯ দিনের সরকারি ছুটি। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয়েছে এই ছুটি। পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন শহরের মানুষজন। তাই ফাঁকা সিলেট মহানগরীর রাস্তাঘাট।


রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুব কম। নেই তেমন মানুষজনও। ঈদের ছুটিতে সিলেটের রাস্তাঘাট প্রায় ফাঁকা। নেই সেই চিরচেনা ব্যস্ততা, যানজট।

 

 


স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ২-৩ আগে থেকেই সিলেট ছেড়ে বাড়ি ফিরেছে মানুষ। ঈদে টানা কয়েকদিনের ছুটিতে নগর ছেড়ে যাওয়ায় সেই চিরচেনা ব্যস্ত রূপ নেই সিলেটের।
 

আজ ঈদের দিন সকালে মহানগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়- রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুবই কম। নেই তেমন মানুষজনও।
 

সকাল ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখা যায় কোনো ব্যস্ততা নেই। প্রায় ফাঁকা। সেখানকার কয়েকজনের সঙ্গে কথা হয়। বলেন, ঈদ এলেই এমন ফাঁকা হয়ে যায় টার্মিনাল। সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে। তবে চলে স্বল্প সংখ্যক। রাস্তায় নেই কোনো যানজট। তাই কোথাও যেতে অনেক কম সময় লাগে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন