হাকিকুল ইসলাম খোকন//
ফ্যাশন ডিজাইনারদের বদৌলতে পোশাক শিল্প ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে, আসছে বৈচিত্র্যময় নতুনত্ব,ক্রেতা দর্শনার্থীরা মুগ্ধ, সময়োপযোগী পোশাক পেয়ে।
ডিজাইনার রুনি বেশ অনেকটা সময় ধরে
তার নান্দনিক সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন, মনোযোগী মনোভাব নিয়ে।
প্রচার বিমুখ প্রিয় মুখ রুনি কখনো সফলতার আকাশ ছুঁয়ে দেখার চেষ্টা করেনি তবে আছে তার আত্মবিশ্বাস,নেই যেখানে অহংকার,আর তাইতো আছেন তিনি শ্রদ্ধা আর ভালোবাসায় ফ্যাশন ভুবনে তার নিজস্বতায়।
ডিজাইনার রোজিনা আহমেদ রুনি গত শনিবার ও রবিবার,২২ ও ২৩শে মার্চ'২০২৫ নিউইয়র্ক এর জামাইকার 'জাশন' পার্টি সেন্টারে আয়োজন করেছিলেন ঈদ এক্সিবিশন।এ তথ্য বাপ নিউজকে জানান নিসার জামিল শুডডু ।
এক্সিবিশনের মাধ্যমে রুনি তার সুপ্ত স্বপ্নগুলো তুলে ধরেন বিভিন্ন পোশাকে।
আল্লাহ সুবহানাতায়ালার সুদৃষ্টিতে এক্সিবিশনের দিনটিতে আবহাওয়া ছিল অনুকূলে। দূর দূরান্ত থেকে ক্রেতা দর্শনার্থীদের সমাগম শুরু হয় শুরু থেকেই।
রুনি'র এই বিশাল আয়োজনে তার সাথে একাত্ম হয়ে ছিলেন ফ্যাশন ডিজাইনার নুসরাত এলিন,তার কালেকশন নিয়ে।
ছিলেন গোপা বুটিক এর স্বত্বাধিকারী
গোপা পল মুক্তা,তার নানা রঙের আকর্ষণীয় শাড়ি নিয়ে।
এক্সক্লুসিভ সিগনেচার জুয়েলারি নিয়ে ছিলেন আইরিন রহমান এবং আরো ছিলেন ট্রেডিশনাল ও ফ্যাশনেবল পোশাক নিয়ে খান ফ্যাশন হাউজ।
ফ্যাশন অনুসারীদের পাশাপাশি,টিভি ও প্রিন্ট মিডিয়া , অনলাইন এবং তারকাদের সুউজ্জ্বল উপস্থিতিতে জমে উঠেছিল
এই ঈদ এক্সিবিশন।
সুপ্রতিষ্ঠিত রুবান ইভেন্টস,তাদের ঐতিহ্যবাহী ইমেজ ধরে রেখেছিলেন,
প্রবেশদ্বার ও চারিপাশের দেয়ালে সুনিপুণ মার্জিত ডেকোরেশন এর মাধ্যমে। হয়ে উঠেছিল পরিবেশ দৃষ্টিনন্দন। শুরু থেকে শেষ অবধি প্রতিটি কাজেই ছিল রুনি'র হাতের স্পর্শ,যা নিশ্চিত ব্যতিক্রম ও নতুনত্ব।
ডিজাইনার রুনি কৃতজ্ঞতায় আবদ্ধ, এক্সিবিশনে সংশ্লিষ্ট সবার প্রতি।
ভালো মনের মানুষ গুলোর একাত্মতা ও অনুপ্রেরণা বিশেষ প্রয়োজন এবং তা পেলে ফ্যাশন ডিজাইনার রুনি আগামীতে এমনি আরো নান্দনিক আয়োজন করে যাবেন বলে পর্যবেক্ষক মহলের দৃঢ় বিশ্বাস...

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন