‘ব্যাট ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা মারা গেছেন

gbn

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন ‘ব্যাট ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। তিনি কণ্ঠনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার নিউমোনিয়াও ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার গণমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।

অভিনেতা ভ্যাল কিলমারের বিখ্যাত সিনেমার মধ্যে ‘ব্যাটম্যান ফরএভার’ ও ‘দ্য ডোরস’ সাড়া ফেলে দিয়েছিল হলিউডে। ১৯৫৯ সালে লস অ্যাঞ্জেলসে জন্মগ্রগণ করেন এ অভিনেতা। মাত্র ১৫ বছর বয়সে অভিনেতা তার ভাই ওয়েসলেকে হারান। পরে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বেঁচে থাকলে তার ভাই প্রথম সারির চলচ্চিত্র নির্মাতা হতেন।

 

১৯৬৮ সালে ভ্যাল ‘আইসম্যান’ সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেন। এ সিনেমায় তিনি বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৮৬ সালে টম ক্রুসের সঙ্গে পর্দা ভাগ করেন ‘টপ গান’ সিনেমায়। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে তার ঝুলিতে জমা হয়েছে ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরেউ’, ‘দ্য সেন্ট’র মতো সিনেমা। ১৯৮৮ সালে কিলমার বিয়ে করেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানে হোলিকে। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

 

 

ভ্যাল কিলমারের ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে। ২০২১ সালের জুলাইয়ে তার জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভ্যাল’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল সদ্যপ্রয়াত এ হলিউড অভিনেতাকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন