শ্রীমঙ্গলে চা বাগানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘উৎস’

gbn

বৃহত্তর সিলেটের অন্যতম এবং চা-বাগানের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ ‘উৎস’এর উদ্যোগে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চা-বাগানের ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা (ক্রেস্ট) ও উপহার প্রদান করা হয়।


শ্রীমঙ্গলস্থ মহসিন অডিটোরিয়ামে গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎস-এর ২০২৩-২৪ কার্যকরী পরিষদের সভাপতি মুক্তা দোষাদ এবং প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. সুধাকর কৈরী।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, রাজনগর সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত যাদব, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর সভাপতি অশোক রঞ্জন পাল এবং এইচ ডব্লিউ এ ওয়েল টেক্সটাইলস (বিডি)-এর বুনন বিভাগের প্রধান রূপু পাশী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা-জনগোষ্ঠী কেন্দ্রিক প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা “উৎকর্ষ”-এর মোড়ক উন্মোচন। বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. সুধাকর কৈরী। সদ্য সংবর্ধিত শিক্ষার্থীদের প্রতীকী উপহার হিসেবে “উৎকর্ষ”-এর একটি করে কপি প্রদান করা হয়।
 

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং উপদেষ্টা পরিষদ আগামী এক বছরের জন্য নতুন আংশিক কার্যকরী পরিষদের ঘোষণা দেয়। নতুন কার্যকরী পরিষদকে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সজীব কুমার যাদব (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) কে সভাপতি ও শুভ কৈরী (ঢাকা বিশ্ববিদ্যালয়) কে দ্বিতীয়বারের মতো সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
 

বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ (উৎস)-এর নতুন কার্যকরী পরিষদ (২০২৫-২৬) অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: বৃষ্টি অধিকারী, সহ-সভাপতি: ইতি যাদব, সৌরভ যাদব, যুগ্ম-সাধারণ সম্পাদক: জয় কৈরী, সাংগঠনিক সম্পাদক: অপূর্ব ভর, কোষাধ্যক্ষ: অমিত শেখর ভরদ্বাজ, দপ্তর সম্পাদক হিসেবে বন্যা উরাং ও প্রচার সম্পাদক হিসেবে প্রদীপ পাশী নির্বাচিত হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন