চেলসির কাছে হেরে বড় বিপদে টটেনহ্যাম

gbn

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার এক রোমাঞ্চকর ম্যাচে চেলসি ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে তাদের লন্ডন প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে। আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের একমাত্র গোলে জয় পায় ব্লুজরা, যা তাদের আবারও প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে ফিরিয়ে এনেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার সম্ভাবনাকে জোরদার করেছে।

ম্যাচের ৫০তম মিনিটে কল পামারের নিখুঁত ক্রস থেকে একেবারে ফাঁকা অবস্থায় হেড করে গোল করেন ফার্নান্দেজ। কিছুক্ষণ পরই মঈসেস কাইসেদোর দুর্দান্ত ভলিতে চেলসি আরেকবার বল জালে জড়ালেও ভিএআর চেকের পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

 

একইভাবে, ৬৯তম মিনিটে টটেনহ্যামের বদলি খেলোয়াড় পাপে সার দুর্দান্ত এক শটে গোল করলেও তা বাতিল হয়ে যায়, কারণ ভিএআর দেখায় যে তিনি গোলের আগে ফাউল করেছিলেন।

খেলার ৮৯তম মিনিটে টটেনহ্যাম সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল। দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিনের শট গোলের দিকে যাচ্ছিল, কিন্তু চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ অসাধারণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

 

এই জয়ের ফলে চেলসি এখন ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট এগিয়ে। নিউক্যাসল ইউনাইটেডও পেছনে রয়েছে। তবে চেলসির একটি ম্যাচ হাতে রয়েছে, যা তাদের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার আশাকে উজ্জ্বল করছে।

 

অপরদিকে, টটেনহ্যামের জন্য এটি ছিল হতাশাজনক ফল। তারা এখনও ১৪তম স্থানে রয়েছে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে হলে তাদের ইউরোপা লিগ জিততেই হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন