হাকিকুল ইসলাম খোকন//
বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী ১৩ এপ্রিল রোববার বেলা ১১টায় নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউতে (৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত) এই প্যারেড অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি প্যারেডের আয়োজক। এতে সহযোগিতা করছে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস।
বাংলাদেশ ডে প্যারেডের অন্যতম আয়োজক ফাহাদ সোলায়মান বাপসনিউজকে জানান, বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও নেতারা অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশের বহু সেলিব্রেটি প্যারেডের সম্মুখসারিতে থাকবেন। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরাও উপস্থিত থাকবেন এই প্যারেড। সবার উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেবে।
বাংলাদেশের সেলিব্রেটিদের মধ্যে প্যারেডে অংশ নেবেন- অপূর্ব, নওশীন মৌ, দেবাশীষ বিশ্বাস, রিচি সোলায়মান, প্রতীক হাসান, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, নোভা ফিরোজ, কাজী মারুফ, নাদিয়া আহমেদ প্রমুখ।
বাংলাদেশ ডে প্যারেড সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ফাহাদ সোলায়মান। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাপসনিউজকে জানান, এ পর্যন্ত প্রায় ২৫টি সংগঠন প্যারেডে অংশ নিতে নিবন্ধন করেছে। আরো অনেক সংগঠন নিবন্ধনের জন্য আগ্রহ দেখিয়েছে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার। তিনি বাংলাদেশ ডে প্যারেড সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন