সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
বসন্তের বিদায়লগ্নে চৈত্রের শুরুতে প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে সংঘের সভাপতি প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুর রহমানের সঞ্চালনায় দূর্বোধ্য লেখক ও লেখকদের লেখক কমলকুমার মজুমদারের উপর একক আলোচনা করেন প্রখ্যাত গবেষক, কবি ও অধ্যাপক ডঃ শুয়াইব জিবরান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পি টি আই পরিচালক জনাবা মায়া ওয়াহেদ, বিশিষ্ট সমাজসেবক ও এম বি গ্রুপের পরিচালক ডাঃ এম এ আহাদ, লোক গবেষক আহমদ সিরাজ, ঔপন্যাসিক ও সিনিয়র সাংবাদিক আকমল হোসেন নিপু, কোরাস এর সত্বাধিকারী মোঃ মোজাহিদ, অধ্যাপক শক্তিপদ পাল, টিভি ওয়ান ইউ কে এবং জি বি নিউজ টোয়েন্টিফোর মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, ডি বি সি নিউজ এর আহমদ আফরোজ, বিশিষ্ট ব্যাংকার সুশীল শৈশব ও মোহাম্মদ আশরাফ বাবর সহ আরো অনেক সাহিত্যবোদ্ধা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন