মুম্বাই শিবিরে ফের ধাক্কা, ছিটকে গেলেন রোহিত

gbn

একে তো জাসপ্রিত বুমরাহর চোট নিয়ে এখনও সংশয় রয়েছে। তার উপর আবার মুম্বাই ইন্ডিয়ান্স বড় ধাক্কা খেল। শুক্রবার (৪ এপ্রিল) আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামার আগেই রোহিত শর্মা গেলেন চোটের জন্য। অনুশীলনের সময়ে চোট পেয়েছিলেন তিনি।

টসের সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানান, ‘রোহিত হাঁটুতে চোট পেয়েছেন। তিনি এই ম্যাচটি মিস করবেন।’ হার্দিকের কথায় উদ্বেগ বাড়লেও জানা যায়নি, রোহিত শর্মার চোট কতটা গুরুতর, রোহিত আদৌ পরের ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন কিনা।

 

তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে মুম্বাই দলের কোচ মাহেলা জয়াবর্ধনে জানান, হাঁটুর ইলিওটিবিয়াল ব্যান্ড বা বা আইটি ব্যান্ডে চোট লেগেছে রোহিতের। তিনি বলেন, ‘রো মূলত হাঁটুর আইটি ব্যান্ডে চোট পেয়েছে। ও গতকাল (বৃহস্পতিবার) ব্যাট করার চেষ্টা করেছিল, কিন্তু ভার দিতে পাচ্ছিল না। সমস্যা হচ্ছিল।’

 

সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আবার আজ (শুক্রবার) সকালের দিকে এসে এ চেষ্টা করে এবং ফিটনেস পরীক্ষা দেন। তবে ওর অস্বস্তি হচ্ছিল। ও ভার দিতে পাচ্ছিল না। তাই ও অনুভব করে যে, এই ম্যাচে খেললে, ও ১০০ শতাংশ দিতে পারবে না। সেই কারণেই আমরাও চিন্তা করলাম, ওর চেষ্টা করার জন্য আরও কয়েক দিন সময় দেব। নেটে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন