মার্কিন শুল্ক ইস্যুতে আসিয়ান সদস্যদের সঙ্গে আলোচনা করবে মালয়েশিয়া

gbn

আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্যতার নীতি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক ইস্যুতে একটি সম্মিলিত চুক্তিতে পৌঁছানোর জন্য আসিয়ানের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে সংস্থাটির সভাপতি মালয়েশিয়া।

এই বিষয়টিতে জোর দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানান, তিনি নিজেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোসহ জোটের অন্য দেশগুলোর সরকারপ্রধানদের সঙ্গে যোগাযোগ করেছেন।

 

এ বিষয়ে ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে পারস্পরিক শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করবেন আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো মালয়েশিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে একটি যৌথ চুক্তি তৈরি করা। আসিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশি দেশগুলোর মধ্যে বাণিজ্য লেনদেনে ন্যায্যতার নীতি প্রয়োগের দাবি করা।

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। যদিও হার বেশি, তবুও আমাদের কিছু প্রতিবেশী দেশের তুলনায় কম। তাই আমরা পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার (৪ এপ্রিল) প্রিমা সৌজানা মসজিদে জুমার নামাজের পর সংবাদমাধ্যমকে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

ইতোমধ্যে এই শুল্কের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ইন্দো-চীন অঞ্চলের আসিয়ান সদস্য রাষ্ট্রগুলো। কম্বোডিয়ার পণ্যে যুক্তরাষ্ট্র ৪৯ শতাংশ শুল্ক আরোপ করেছে। তারপরে রয়েছে লাওস (৪৮ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), মিয়ানমার (৪৪ শতাংশ), থাইল্যান্ড (৩৬ শতাংশ), ইন্দোনেশিয়া (৩২ শতাংশ), ব্রুনেই ও মালয়েশিয়া (২৪ শতাংশ), ফিলিপাইন (১৭ শতাংশ) এবং সিঙ্গাপুর (১০ শতাংশ)।

 

হোয়াইট হাউসের ২ এপ্রিল, ২০২৫ তারিখের একটি তথ্যপত্র অনুসারে, সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোর ওপর পারস্পরিক উচ্চতর শুল্ক ৯ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে।

মার্কিন শুল্ক সম্পর্কিত বিশেষ সভা:

শুক্রবার নিজ মন্ত্রিসভার সঙ্গে মার্কিন শুল্ক ইস্যু নিয়ে বিশেষ বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে মালয়েশিয়ার ব্যাঙ্ক নেগারার গভর্নর দাতুক সেরি আবদুল রশিদ গফুর এবং প্রধানমন্ত্রীর নীতি উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তান শ্রী মোহাম্মদ হাসান মেরিকানও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুরূপ প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আনোয়ার সাংবাদিকদের বলেন, সরকার এই সমস্যা সমাধানে জাতির অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয়।

 

তিনি আরও উল্লেখ করেন, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প (এমআইটিআই) মন্ত্রী টেংকু দাতুক সেরি জাফরুল আব্দুল আজিজ আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুল্ক বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য একটি আসিয়ান সদস্য দেশগুলোর বাণিজ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। টেংকু জাফরুল ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন