সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এক্সিলেন্ট সিরামিক গ্রুপের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ২০২৫ ও মাসিক সেলস মিটিং ও ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সারাদেশ থেকে আগত সেলস কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ শনিবার (৫ এপ্রিল) রাজধানী ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ'র রুপায়ন ট্রেড সেন্টারের "দি গ্রীন লাউঞ্জ" রেস্টুরেন্ট -এ সিরামিক ও টাইলস সেক্টরে জনপ্রিয় প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিক গ্রুপের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও মাসিক সেলস মিটিং ও ট্রেনিং অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হালিম গ্রুপের চেয়ারম্যান ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক আব্দুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট সিরামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, মিসেস আব্দুল হালিম, মিসেস আব্দুল হাকিম সুমন ও নির্বাহী পরিচালক ইমরান আহমেদ।
দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল ইয়ারলি প্ল্যান, মাসিক সেলস মিটিং ও ট্রেনিং, মধ্যাহ্ন ভোজ, জেনারেল মিটিং, বিকালে গেট টুগেদার ও কেক কাটা এবং সন্ধার পর মনোমুগ্ধকর কালচারাল অনুষ্ঠান।
সকালে স্যানিটারি ওয়ার বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং ও ট্রেনিং পরিচালনা করেন প্রতিষ্ঠানের হেড অব সেলস্ জি এম কামরুল হাসান এবং টাইলস বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং ও ট্রেনিং পরিচালনা করেন হেড অব সেলস্ কাজী মোহাম্মাদ আব্দুল্লাহ ফারুক।
দুপুরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগামী দিনের কর্ম-পরিকল্পনা ও দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বৈঠক করেন এক্সিলেন্ট সিরামিক গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন। এসময় কোম্পানির নির্বাহী পরিচালক ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।
বিকালে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি হালিম গ্রুপের চেয়ারম্যান ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক আব্দুল হালিম ও মিসেস আব্দুল হালিম বিশাল কেক কেটে ঈদ পুনর্মিলনী ২০২৫ ও মনোমুগ্ধকর কালচারাল অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হেড অব স্যানিটারি ওয়্যার অবিনাশ কুণ্ডু, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাদিম শাকির, হেড অব সেলস্ জি এম কামরুল হাসান, হেড অব সাপ্লাই চেইন জাহাঙ্গীর আলম, হেড অব একাউন্ট রাসেল, হেড অব প্রডাকশন গোলাম রাব্বানি, হেড অব প্রডাকশন (টাইলস) মোহাম্মাদ শামসুদ্দিন, কোয়ালিটি হেড মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সারাদেশ থেকে আগত সেলস কর্মকর্তাবৃন্দ।
আব্দুল হাকিম সুমন বলেন, "আজকের এই ঈদ রিইউনিয়নটি যেন আমাদের পুরো পরিবারটিকে একত্রিত করেছে। আমাদের এই বৃহৎ পরিবারে প্রায় ১৫ শত লোক কাজ করেন। আমরা সবাই মিলে একসাথে কাজ করে থাকি। আমাদের এই পরিবারের মূল চালিকা শক্তি হচ্ছে টিম বিল্ডিং। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই পরিবারটিকে আরো বড় করেন।"
তিনি আরো বলেন, "এক্সিলেন্ট সিরামিক গ্রুপ বাংলাদেশের সিরামিক সেক্টরে দীর্ঘ বহুবছর ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাছাড়া,সম্মানিত ক্রেতাদের কাছে নিত্যনতুন ও বিশ্বমানের টাইলস ও স্যানিটারি ওয়্যার পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে এক্সিলেন্ট সিরামিক গ্রুপ কাজ করে যাচ্ছে। দেশে টাইলস ও স্যানিটারি ওয়্যারের ধারণাকে আরো সমৃদ্ধ করেছে এক্সিলেন্ট সিরামিক গ্রুপ।বৈচিত্র্যে বিশ্বাসী ও সততায় অগ্রগণ্য বিষয়গুলো রক্ষায় অঙ্গীকারবদ্ধ আমাদের কোম্পানি।বর্তমানে এক্সিলেন্ট সিরামিক গ্রুপ দেশের জনপ্রিয় টাইলস ও স্যানিটারি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।"
সন্ধ্যার পর মনোমুগ্ধকর কালচারাল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আরেফিন আকাশ ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন