বাংলাদেশ হাইকমিশনের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অংশগ্রহণ

gbn

জিবি নিউজ || লন্ডন ||

"লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় 
২৬ মার্চ বাংলাদেশের গৌরবময় ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস গতকাল শুক্রবার উদযাপন করা হয়েছে। দিবসটির সূচনা হয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় সংগীতের মূর্ছনার সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

এই মহান দিনে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি  আবিদা ইসলাম। 

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। পরে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
বৃটিশমন্ত্রী,এমপি, বিভিন্ন দেশের কুটনৈতিকগন,
মুক্তিযোদ্ধা সহ মেয়র, কাউন্সিলার, রাজনৈতিক ও  কমিউনিটি ব্যাক্তিত্ব, ব্যাবসায়ী প্রতিনিধি, সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনদের পাশাপাশি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সাউথ ইষ্ট রিজিওনের সিনিয়র জয়েন্ট কনভেনর তাজুল ইসলাম, মিসবাহুজ্জামান সোহেল, ফখরুল ইসলাম বাদল, এস এম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বনামধন্য গায়িকা ফাহমিদা নবী দেশাত্ববোধক গান পরিবেশন করেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন