সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফরম হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের অন্যতম আস্থার জায়গা। আজকাল মানুষ সিনেমা হলের চেয়ে ওটিটিতেই বেশি ঝুঁকছে। এমন অনেক সিনেমা আছে, যেগুলো প্রেক্ষাগৃহে বড় পরিসরে মুক্তি পেলেও সেভাবে সাড়া ফেলতে পারেনি দর্শক মনে। তবে ওটিটির পর্দায় আসামাত্রই রীতিমতো ঝড় তুলেছে।
হালের ‘টুয়েলভথ ফেল’ থেকে ‘লাপাতা লেডিজ’- প্রশংসিত এ সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফরমে আসার পরেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। এবার আমিরপুত্রের সিনেমার সঙ্গেও তেমনটাই ঘটল।
দুই তারকা সন্তান জুনাইদ খান ও খুশি কপূরকে নিয়ে নির্মিত সিনেমা ‘লাভইয়াপা’। অদ্বৈত চন্দনের তামিল ছবি ‘লাভ টুডে’র হিন্দি নির্মাণ এই সিনেমাটিতে ফুটে উঠেছে নতুন প্রজন্মের এক প্রেমিক যুগলের কাহিনি।
প্রেম এবং পরিবার আর সেই সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ মুঠোবন্দি মোবাইল ফোন ও কৃত্রিম মেধা। এই নিয়েই এক নিটোল রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি। কিন্তু প্রেক্ষাগৃহে এটি দেখতে যাননি তেমন কোনো দর্শক। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুক্তির পর থেকে দর্শক টানতে পারেনি এটি।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ঈদের ছুটিতে অনেক দর্শকের পছন্দের তালিকায় উঠে আসে এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা নতুন করে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। ভালো লেগেছে অনেক দর্শকের। শুধু তা-ই নয়, জুনেইদ-খুশির জুটির সঙ্গে তুলনা করেছেন নব্বইয়ের দশকের গোবিন্দা-কারিশমা জুটির।
সবাই প্রায় একবাক্যে স্বীকার করেছেন, এটি বেশ ভালো লাগা তৈরি করবে দর্শক হৃদয়ে। এমনকি নতুন প্রজন্মের অভিনয় নিয়েও সন্তুষ্ট সাধারণ দর্শকরা।
প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুর ও আমির খানের পুত্র জুনাইদ। ‘লাভইয়াপা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ‘লাভইয়াপা’ আমির খানের পুত্র জুনাইদের দ্বিতীয় সিনেমা হলেও খুশি কাপুর এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন। স্বাভাবিক কারণে মুক্তির আগে থেকে আলোচনায় সিনেমাটি। এমনকি আমির খান নিজেও জুনাইদ-খুশিকে নিয়ে প্রচার চালিয়েছেন। কিন্তু মুক্তির পর বক্স অফিসে কোনো সাড়াই ফেলতে পারেনি এটি। রীতিমতো ফ্লপ হয়ে এবার ওটিটিতে দর্শক মাতাচ্ছে ‘লাভইয়াপা’।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন