ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

gbn

ভারতের উড়িষ্যায় বাংলাদেশি পর্যটক বহনকারী একটি বাস উল্টে অন্তত একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭০ জন তীর্থযাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর হয়ে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনের পর পুরীতে যাচ্ছিলেন।

 

দুর্ঘটনার পরপরই পুলিশ ও অগ্নি নির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

 

এখনো উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন