হবিগঞ্জ প্রতিনিধি //
হবিগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত ও ইস্তেকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় স্থানীয় নিউফিল্ড মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মোঃ সালাউদ্দিন।
নামাজে সংগঠনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান আওয়ালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে বৃষ্টির জন্য আল্লাহর নিকট বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ নামাজে জেলার বিভিন্নস্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য, বৃষ্টির অভাবে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বোরো মৌসুমে রোপনকৃত ধান বের হলেও বৃষ্টি না হওহয়ায় পাকতে শুরু করেনি। এছাড়া চা বাগাসহ বিভিন্নস্থানে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন