কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচনে লড়তে মনোনয়ন কিনলেন ৫৪ জন

gbn

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র বিক্রয়ের শেষদিনে ৫৪ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ক্রয় করেছেন। রবিবার (৬ এপ্রিল) ও সোমবার (৭ এপ্রিল) ৫৪ জন প্রার্থী এ মনোনয়ন ক্রয় করেন।


মনোনয়নপত্র ক্রয়কারী প্রার্থীরা হলেন- সভাপতি পদে বদরুজ্জামান সজল ও আশরাফুল আলম রাজা, সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখই ও আবুল কাশেম, সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু, নির্মাল্য মিত্র সুমন ও ডা. মো. কুতুব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ইকবাল হোসেন সুমন, মো. আলমাছ পারভেজ তালুকদার, ইসলাম উদ্দিন ও মো. শাহিন মিয়া, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাও. এনামুল ইসলাম ও আব্দুল করিম বাচ্চু, প্রচার ও প্রকাশনা এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন লাভলু, নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।
 

 

 

এ ছাড়া ১ নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, সদস্য রিংকু বর্ধন, নাইমুল ইসলাম ও ইমন মিয়া, ২ নং ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এসু, ৩ নং ওয়ার্ড সম্পাদক কামাল আহমদ, জনি খান ও আব্দুল মতলিব, সদস্য শেখ মো. আছকর আলী ও আব্বাছ আলী,  ৪ নং ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া, মুহিবুর রহমান জাবেদ ও মো. আজির উদ্দিন, সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নং ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন ও মো. আকরম আলী, সদস্য এনামুল হক ও আবুল কালাম রাসেল, ৬ নং ওয়ার্ড সম্পাদক জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৭ নং ওয়ার্ড সম্পাদক মো. হাফিজুর রহমান ও আজিজুর রহমান খালেদ, সদস্য ওয়াহিদুল ইসলাম শিপন ও শাহাদাত খান, ৮ নং ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম ও সদস্য সুদীপ আচার্য, নাজিম বখশ ও মো. মোস্তফা।
 

মনোনয়ন ক্রয়কালে নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান ছাড়াও নির্বাচন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী বদরুল ইসলাম বদই, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও খন্দকার আব্দুস সোবহান এবং অফিস ম্যানেজার আব্দুল আজিজ।
 

আহবায়ক খন্দকার লুৎফুর রহমান জানান- আগামী ২৬ এপ্রিল (শনিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনী তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৮ এপ্রিল) মনোনয়নপত্র দাখিল, বুধবার (৯ এপ্রিল) বাছাই, বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রত্যাহার ও শনিবার (১২ এপ্রিল) প্রতীক বরাদ্দ হবে।
 

তিনি আরও জানান, এ নির্বাচনে সভাপতি পদে ১ জন, সহ সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন এবং নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক (শুধুমাত্র মহিলা ব্যবসায়ীদের জন্য) ১ জন।

এ ছাড়া ৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১ জন ওয়ার্ড সম্পাদক ও ২ জন করে ওয়ার্ড সদস্য পদসহ নির্বাচনে ৩৫ পদে ভোট গ্রহন  অনুষ্ঠিত হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন