১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে আবাহনী

gbn

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ার্সে ১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী দুর্দান্ত জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। আবাহনী ৪-২ গোলে জিতে উঠে যায় ফাইনালে। কিংসকে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে জেতা রহমতগঞ্জের বিপক্ষে।

 

ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন আবাহনী আসাদুজ্জামান বাবলু। ফলে ১০ জনের দলে পরিণত হয় আকাশি-নীলরা। সে সুযোগ কাজে লাগিয়ে ৫৬ মিনিটে লিড নেয় কিংস। জোনাথনের লম্বা শটে পা লাগিয়ে আবাহনীর জালে বল পাঠান মজিবুর রহমান জনি।

একজন কম নিলে খেলেও মারফুল হকের আবাহনী স্বস্তি দিচ্ছিল না কিংসকে। শেষ পর্যন্ত ৩ মিনিট বাকি থাকতে আরমান ফয়সাল আকাশ গোল করলে ম্যাচে ফেরে আবাহনী। বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েই ম্যাচ বের করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল আবাহনী। ১১৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে টাইব্রেকারেই নির্ধারণ হয় প্রথম কোয়ালিফায়ার্সের ভাগ্য।

 

টাইব্রেকারে গড়াচ্ছে ম্যাচ-আঁচ করতে পেরেই গোল পোস্টে পরিবর্তন এনেছিলেন কিংসের কোচ তিতা। শ্রাবণের জায়গায় অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে দায়িত্ব নেন। কেন তাকে কোচ নামিয়েছিলেন, তার প্রমাণ দেন জাফর ইকবালের নেওয়া প্রথম শট ঠেকিয়ে।

রাফেল, এমেকা, সবুজ গোল করে টাইব্রেকারে আবাহনীর সম্ভাবনা টিকিয়ে রাখেন। কিংসের তৃতীয় শট নিয়েছিলেন রাহুল। তার শট ঠেখিয়ে আবাহনীকে দারুণভাবে ফিরিয়ে আনেন মিতুল মারমা।

 

ব্রাজিলিয়ান ডেসিয়েলের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে গেলে জয়ের জন্য পরের শটে গোল প্রয়োজন ছিল আবাহনীর। ইব্রাহিম কোনো ভুল করেননি। কিংসের জাল কাঁপিয়ে আবাহনী শিবিরে উৎসব ফিরিয়ে আনেন এই উইঙ্গার।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন