বিটিভি”র জনপ্রিয় উপস্হাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির ঈদ রিইউনিয়ন অনুষ্ঠিত

gbn

 হাকিকুল ইসলাম খোকন,  বিটিভি”র সাবেক জনপ্রিয় উপস্থাপক,শিক্ষাবিদ ও নাট্যভিনেএী শাহরিন আশরাফ  লিটা এবং প্রকৌশলী  জারিফ আশরাফ দম্পতি গত রবিবার,৩০ মার্চ বিকোলে তাদের নিউইয়র্কের কিউ গার্ডেনের বাসভবনে  ঈদ শুভেচ্ছা বিনিময় এবং রিইউনিয়ন এর আয়োজন করেন ।।এতে নিউইয়র্ক এর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,শিল্পী,সাহিত্যিক,কবি,কলামিস্ট, সাংবাদিক এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।উল্লেখ যোগ‍্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এডিটর,মুলধারার রাজনৈতিক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম 

খোকন,নিউজপোটাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি,আইটি প্রকৌশলী হাসিব,প্রকৌশলী উবায়ের,মিঃরশিদ,কাজী আসলাম বাচ্চু,কাজী আবরার হোসেন,মেজর জহুর,মিসেস জহুর,সেলিম আহমেদ ,মোঃরহমান চয়ন,সাবিনা আক্তার,আয়োজক দম্পতির  তনয় আনাতুল,তনয় সহধর্মিণী জেনিফার,দৌহিত্রী শিশু ইভি,প্রকৌশলী আশরাফ জারিফের মমতাময়ী মা নাসিম আক্তার সহ  অর্ধশত দেশ ও প্রবাসী অতিথি উপস্থিত ছিলেন ।সবাইকে ঈদের রকমারি ও মজাদার খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয় ।দুপুর থেকে মধ‍্য রাত পর্যন্ত আড্ডা  ও গল্প চলে ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন