জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।
সোমবার সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদ গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
এক প্রেস বার্তায় এসএমসিসিআই এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি খায়রুল হোসেন বলেন, ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একটি সরকারের প্রধান চালিকাশক্তি হলো ব্যবসায়ীরা। ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সিংহভাগ প্রদান করে ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর ও লোটপাট এবং হামলা করে নৈরাজ্য সৃষ্টি করার ফলে ব্যবসায়ীরা আজ শংকিত।
তিনি প্রসাশনের কাছে হামলাকারী, লুন্টনকারী দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানান।
এসএমসিসিআই এর সভাপতি জানান, সিলেট মেট্রোপলিটন চেম্বার সবসময় ব্যবসায়ীদের পাশে আছে। এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তিনি প্রশাসনকে এ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন