কঙ্গনার কাছে বলিউড মঞ্চের পুরস্কারের চেয়ে শাড়ি মূল্যবান

gbn

বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত শাড়ি পেয়ে ভীষণ খুশি। পুরস্কার ছুঁড়ে ফেলে কাঞ্জিভরম শাড়ি জড়িয়ে ধরলেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমারজেন্সি’ দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। থিয়েটার হলের পর এটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হচ্ছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য অভিনেত্রী একজন ভক্তের থেকে চিঠি এবং একটি কাঞ্জিভরম শাড়ি উপহার পেয়েছেন।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে চিঠিটি শেয়ার করে কঙ্গনা বলেছেন যে বলিউডের পুরস্কার বিতরণের মঞ্চের সেইসব ‘অকেজো ট্রফি’র থেকে এ পুরস্কার তার অনেক বেশি প্রিয়। শাড়িকেই তিনি বেশি মূল্যবান মনে করছেন।

 

 

এর আগে বলিউডের এ স্পষ্টভাষী অভিনেত্রী বলিউডের নেপোটিজম, মুখ চেনা লোকেদের বারবার পুরস্কার পাওয়া, তিন-খানের দাপটে কোন নায়িকাকে প্রোটাগনিস্ট হতে না দেওয়াসহ অনেক বড় বড় সমস্যা নিয়ে কথা বলেছেন। কঙ্গনা নিঃসন্দেহে একজন গুণী ও বড় মাপের নায়িকা। কিন্তু তিনি স্পষ্টভাষী হওয়ার কারণে অনেকের কাছেই অপ্রিয়। অনেকেই মনে করেন তিনি আলোচনায় থাকার জন্য এ ধনরনের একটা বলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন