চেন্নাইকে টানা চতুর্থ হারের স্বাদ দিলো পাঞ্জাব

gbn

জয়ে শুরু হয়েছিল আইপিএল। এরপর হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে টানা চতুর্থ হারের স্বাদ দিয়েছে পাঞ্জাব কিংস। ম্যাচটি তারা জিতেছে ১৮ রানে। চার ম্যাচে এটি তৃতীয় জয় পাঞ্জাবের।

লক্ষ্য ছিল বড়, ২২০ রানের। ৫ উইকেটে ২০১ রানে থেমে যায় চেন্নাই। ওপেনার রাচিন রাবিন্দ্র ২৩ বলে ৩৬, ডেভন কনওয়ে ৪৯ বলে ৬৯, শিভাম দুবে করেন ২৭ বলে ৪২ রান। শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ১২ বলে ১ চার, ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস খেললেও ততক্ষণে হার নিশ্চিত হয়ে গেছে চেন্নাইয়ের।

 

এর আগে ২৪ বছর বয়সী প্রিয়ানশ আরিয়ার ৩৯ বলে সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব কিংস।

মুল্লানপুরে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার প্রিয়ানশ আরিয়া ঝোড়ো শুরু করলেও অপরপ্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। প্রভসিমরান সিং ০, শ্রেয়াস আইয়ার ৯, মার্কাস স্টয়নিস ৪, নেহাল ওয়েধেরা ৯ আর গ্লেন ম্যাক্সওয়েল ১ রানেই সাজঘরের পথ ধরেন।

 

তবে এক প্রান্ত ধরে ১৯ বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন আরিয়া। সেঞ্চুরি করেন ৩৯ বলে। ১৪তম ওভারে এসে আউট হন আরিয়া। ৪২ বলে ১০৩ রানের টর্নোডো ইনিংসে ৭টি চার আর ৯টি ছক্কা হাঁকান ২৪ বছরের এই তরুণ।

শেষদিকে শশাঙ্ক সিং আর মার্কো জানসেনের ব্যাটে চড়ে বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব। শশাঙ্ক ৩৬ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন, জানসেন ২টি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ৩৪ রানে।

 

খলিল আহমেদ আর রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট শিকার করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন