সুনামগঞ্জে স্কাউটস দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা স্কাউটস মিলনায়তনে সুনামগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
জেলা স্কাউটসের কমিশনার কানন বন্ধুরায়ের সভাপতিত্বে ও সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন এল,টি নিমল চন্দ্র শমা,সদর উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সুজিত কুমার দেব,নমিতা রানী সরকার,জেলা স্কাউটসের সহকারী কমিশনার আজিজুর রহমান তহুর,গিয়াস উদ্দিন,তাহিরপুর উপজেলা স্কাউটসের কমিশনার নারায়ন চক্রবওী, স্কউটস ব্যওিত্ব সুনদ চন্দ্র পাল, আবুল কাশেম প্রমুখ।
বক্তারা স্কাউটিং এর গুরুত্ব ও লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে বলেন,স্কাউট সৃষ্টিকতা,নিজের ও অপরের জন্য দায়িত্ব ও কতব্যবোধে শিক্ষাদান করে।
পৌর শহরের জেল রোডস্থ জেলা স্কাউটস ভবন প্রাঙ্গনে সকালে পতাকা উওোলন,র্যালী ও পরিস্কার পরিচ্ছনতায় অংশ গ্রহণ করেন স্কাউট সদস্য গণ।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন