টাইম ম্যাগাজিনের বর্ষসেরা শিশু গীতাঞ্জলি রাও

 জিবিনিউজ 24 ডেস্ক //

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দূষিত খাবার পানি, সাইবার বুলিং, মাদকাসক্তি এবং অন্যান্য সামাজিক সমস্যা মোকাবিলায় অ্যাপস তৈরি করে প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনের ‘কিড অব দ্য ইয়ার’ হয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী ও বিজ্ঞানী।

লোন ট্রি শহরের বাসিন্দা গীতাঞ্জলি রাও পাঁচ হাজারের বেশি মনোনীতের মধ্যে থেকে প্রথম টাইম ‘কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে।

 

শুক্রবার বাসা থেকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক জুম সাক্ষাৎকারে গীতাঞ্জলি বলে, ‘এ পুরস্কারটি এমন একটা কিছু যা আমি কল্পনাও করতে পারিনি। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুবই উচ্ছ্বসিত যে আমরা আসলেই ভবিষ্যত প্রজন্ম এবং আমাদের প্রজন্মের দিকে নজর দিচ্ছি। কারণ আগমী আমাদেরই হাতে।’

টাইম ম্যাগাজিন এক বিবৃতিতে জানিয়েছে, গীতাঞ্জলি তরুণ উদ্ভাবকদের এক বৈশ্বিক সম্প্রদায় তৈরি এবং তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা দিতে কাজ করছে।

গীতাঞ্জলি মাত্র ১২ বছর বয়সে পানিতে সিসা শনাক্ত করার একটি বহনযোগ্য ডিভাইস আবিষ্কার করে। এরপর সে এপুইন নামে একটি ডিভাইস তৈরি করে যা প্রাথমিক পর্যায়ে মাদকাসক্তি নির্ধারণ করতে পারে। পরে কিন্ডলি নামে একটি অ্যাপ্লিকেশনও তৈরি করেছিল গীতাঞ্জলি, যাতে সাইবার বুলিং প্রতিরোধে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন