মক্কা ও মদিনা নগরীতে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদের শাখা কমিটি গঠিত

gbn

কে এম আবুতাহের চৌধুরী ||

গত ৩১ মার্চ মঙ্গলবার রাত ৯টায় জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদ ইউকের আহ্বানে সৌদি আরবের মক্কা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের নিয়ে এক মত বিনিময় সভা হিজরা স্ট্রীটের শামস আল জাহাবী হোটেলের সেমিনার রুমে অনুষ্ঠিত হয় ।কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের কেন্দ্রীয় আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের কেন্দ্রীয় সদস‍্য সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন -কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ হাজী মোহাম্মদ হাবিব ,সিলেট চেম্বার অব কমার্সের ডাইরেক্টর হাজী সরওয়ার হোসেন সেদু,সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি মোঃ আবুল কালাম ,আটাব সিলেটের সভাপতি জাকারিয়া আহমদ খান রিজওয়ান ও বৃটিশ বাংলা ট্রেভেল গ্রুপের ডাইরেক্টর হাজী নুর বক্স আহমদ । সভায় আরো বক্তৃতা করেন -সৈয়দ জাভেদ ইকবাল ,মোহাম্মদ এবাদুর রহমান ,বীর চৌধুরী শামীম ,তোফাজ্জল হোসেন আবু মাসুম প্রমুখ । সভায় বক্তারা বলেন যে -১৯৪৭ সাল থেকে সিলেটবাসীর প্রতি বৈষম‍মূলক আচরণ করা হচ্ছে ।সিলেট বিভাগ ,আন্তর্জাতিক বিমান বন্দর ,শাহজালাল বিশ্ববিদ্যালয়,সিলেট-লণ্ডন সরাসরি ফ্লাইট আন্দোলন করে আদায় করতে হয়েছিল ।বিনা সংগ্রামে কোন কিছু আদায় করা সম্ভব হয়নি ।সিলেট ওসমানী বিমান বন্দরে কেন বিদেশী ফ্লাইট নামে না ?সিলেটের চার লেইনের মহাসড়ক কোথায় ?ওসমানী বিমান বন্দর নামে আন্তর্জাতিক কাজে কেন নয় ?জেনারেল ওসমানী কেন অবহেলিত ?বাংলাদেশে প্রদেশের সুপারিশে সিলেটের নাম নেই কেন ? এ সব বিষয়ে বক্তারা বলেন -সিলেটবাসীর প্রতি কুচক্রি মহল ইচ্ছাকৃতভাবে বিমাতাসুলভ আচরন করছে ।যার ফলে প্রতিটি দাবী আদায়ে আন্দোলন করতে হয় এবং সিলেটীরা তাদের ন‍্যায‍্য অধিকার থেকে বণ্চিত হন । এ বৈষম্যের বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় । সভায় বক্তারা বলেন , ওসমানী বিমান বন্দরে আরো বিদেশী ফ্লাইট চালু ও পূর্ণাঙ্গ বিমান বন্দরে রূপান্তর না করলে ,প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হলে ,সিলেট বিভাগ নিয়ে প্রদেশ না করলে সারা বিশ্ব জুড়ে আন্দোলন গড়ে তুলতে হবে । পরে কাজী শফিকুল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক‍্য পরিষদ মক্কা শাখার একটি কমিটি গঠন করা হয় । সভায় বিপুল সংখ্যক সৌদি প্রবাসী উপস্থিত ছিলেন । এদিকে গত ৪ এপ্রিল মদিনা নগরীর কিং ফাহাদ স্ট্রীটের সাজা প্লাজা হোটেলে প্রবাসী বাংলাদেশীদের এক সভা অনুষ্ঠিত হয় ।বিশিষ্ট সমাজসেবী এমাদ আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম আবুতাহের চৌধুরী ,সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ও ইলিয়াছ হোসেন চৌধুরী ।সভায় জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের যৌক্তিকতা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী অন‍্য এয়ার লাইনের ফ্লাইট চালুর ব‍্যাপারে আলোচনা হয় । সভায় মদিনায় বসবাসরত বাংলাদেশীরা মদিনা -সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবী জানান পরে এমাদ আল মাদানীকে আহ্বায়ক ও বিশিষ্ট ব‍্যবসায়ী জামাল মিয়া মধুকে সদস্য সচিব করে ১৫ সদস‍্য আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন