বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমের ফাইনালিস্ট। যদিও বর্তমানে তারা ভালো ফর্মে নেই। তবে বড় ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। সঙ্গত কারণেই ভক্তরা ভেবেছিলেন, চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে। কিন্তু না, বার্সেলোনার গোছানো অথচ আক্রমণাত্মক খেলায় রীতিমতো উড়ে গেলো ডর্টমুন্ড।
বুধবার রাতে ঘরের মাঠে ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি তার পুরনো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে কাতালানদের বড় জয় উপহার দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এ নিয়ে সব প্রতিযোগিতায় টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকলো বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে ২০২৫ সালে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল, যারা এখনো তিনটি শিরোপার দৌড়েই টিকে রয়েছে।
গত ডিসেম্বরের শেষ থেকে অপরাজিত থাকা এবং ট্রেবল জয়ের লক্ষ্যে এগিয়ে চলা বার্সা প্রত্যাশিতভাবেই ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে। ২৫ মিনিটে রাফিনহার গোলের মাধ্যমে প্রথম লিড নেয় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের বাকি সময় ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেল-এর একের পর এক সেভ বার্সেলোনাকে হতাশ করে।
বিরতির পর আরও দৃঢ় মানসিকতা নিয়ে মাঠে নামে বার্সেলোনা। মাত্র ৩ মিনিটেই তারা দ্বিতীয় গোল করে। ডানদিক থেকে রাফিনহার ক্রসে লেওয়ানডস্কি কাছ থেকে হেডে গোল করেন।
৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেওয়ানডস্কি। লামিন ইয়ামাল ডানদিক থেকে ব্যাক পোস্টে বল বাড়ান পোল্যান্ড তারকা। সেই হেড দিয়ে আবার গোলমুখে পাঠান ব্রাজিলিয়ান রাফিনহা। এরপর লেওয়ানডস্কি গোলবার ফাঁকা পেয়ে হেডে গোল নিশ্চিত করেন।
এরপর বার্সার দাপটে ভেঙে পড়ে ডর্টমুন্ড। ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে চতুর্থ গোল করে ব্যবধান ৪-০ করে ফেলেন স্প্যানিশ তরুণ ইয়ামাল।
ম্যাচের পর মোভিস্টার প্লাসকে লেওয়ানডস্কি বলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু এখনো সেমিফাইনাল নিয়ে ভাবছি না। আমাদের সেই মনোযোগ ও মানসিকতাই ধরে রাখতে হবে, যা এখন পর্যন্ত আমাদের এখানে এনেছে।’
‘খেলা যেখানেই হোক, ম্যাচ যেটাই হোক, আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই একই প্রতিশ্রুতি নিয়ে। আমাদের মানসিকতা সবসময় জয়ের এবং ডর্টমুন্ডেও আমরা সেই ভাবনাতেই খেলবো। আমাদের সেখানে গিয়ে আজকের চেয়েও ভালো খেলতে হবে।’
ফিরতি লেগ আগামী ১৬ এপ্রিল বুন্দেসলিগার ক্লাব ডর্টমুন্ডের ঘরের মাঠে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন