জিবি নিউজ প্রতিনিধি//
গোলাপগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আউশ উৎপাদনের লক্ষ্যে ১০৫০ জন কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
২০৪-২০২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসূমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম।
উপসহকারী কৃসি অফিসার মনসুর আলমের পরিচালনা এতে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন- উপসহকারী কৃসি অফিসার (উদ্বিদ) হরেকৃষ্ণ সরকার ও সাবিকুন নাহার।
অনুষ্ঠানের পর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ১হাজার ৫০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন