সিলেটে পরীক্ষা দিলেন ১ লাখ শিক্ষার্থী

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা হচ্ছে ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। এবারের পরীক্ষায় ১৮ হাজার ৭৬৬ জন ছাত্রী বেশি।

 

 

 


গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৮০ জন। গত বছরের তুলনায় ৬ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী কমেছে।

 


এ বছর সিলেট বিভাগে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করবে ২৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রসংখ্যা ৯ হাজার ৬৭৯ জন এবং ছাত্রীসংখ্যা ১৪ হাজার ১৯১ জন। মানবিক বিভাগের ৭১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৮ হাজার ৬৬১ জন এবং ছাত্রী ৪২ হাজার ৮৫৮ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ হাজার ৪৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৩ এবং ছাত্রী ৩ হাজার ৭৭০ জন।

 

 


এদিকে জেলাওয়ারি পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪০ হাজার ৯৭৯ জন। তার মধ্যে ছাত্র ১৭ হাজার ১০৯ জন এবং ছাত্রী ২৩ হাজার ৮৭০ জন। মৌলভীবাজারে ২২ হাজার ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ১৩ হাজার ৩৬৪ জন। সুনামগঞ্জে ২১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৯৪ জন এবং ছাত্রী ১২ হাজার ৫০১ জন। হবিগঞ্জ জেলার ১৮ হাজার ২৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ১৭৯ জন এবং ছাত্রী ১১ হাজার ৮৪ জন।

 

 


গতবারের চেয়ে দুটি কেন্দ্র বেড়ে এবার কেন্দ্রসংখ্যা দাঁড়িয়েছে ১৫৪। এর মধ্যে সিলেটে ৬০টি, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩টি কেন্দ্র রয়েছে। গতবারের চেয়ে এবার ১০টি প্রতিষ্ঠান বেড়ে প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫টি। এর মধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬, মৌলভীবাজারে ১৯০ ও হবিগঞ্জে ১৬৮টি কেন্দ্র রয়েছে।

 


বোর্ড সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম ও কলেজশিক্ষকদের সমন্বয়ে ১৯টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। ১০ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন