মাতাল অবস্থায় গাড়ি চালালেই ব্যবস্থা নেবেন নুসরাত

gbn

গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুরের বাজার এলাকায় মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান ছোটপর্দার নির্মাতা সিদ্ধান্ত দাস ভিক্টো। এতে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপর থেকেই নিন্দায় সরব হয়েছেন টালিউডের বড় বড় তারকারা।

এবার ভিক্টোর পাশ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সেই সঙ্গে যশ দাশগুপ্তরও একই অবস্থান। শুধু ভিক্টো নন, যে বা যারাই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান, তাদের বিরুদ্ধে প্রতিবাদে সবর হয়েছে তারকা যুগল। তবে এরই সঙ্গে তারা সেরে নিয়েছেন নতুন সিনেমার প্রচার।

 

আজ (১০ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় তারা একটি ছবি ভাগ করে নেন। সেখানে যশ-নুসরাতকে দেখা যাচ্ছে এবং এতে লেখা রয়েছে, “যারা ‘ড্রিংক’ করে ‘ড্রাইভ’ করে তাদের সবার সাথে আড়ি”। শিগগির পর্দায় দেখা যাবে যশ-নুসরাতকে। তাদের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে দেখা যাবে। সিনেমার নাম ‘আড়ি’।

 

এ প্রসঙ্গে নুসরাত ভারতীয় গণমাধ্যমকে জানান, তারা সচেতনতা প্রচারের জন্যই এই পথ বেছে নিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমরা সকলের কাছে আবেদন জানাই, তারা একটু দায়িত্ববান হয়ে আমার আনন্দ যেন অন্যের বেদনার কারণ না হয়ে যায়। জীবন খুব দামি— নিজের এবং অন্যদেরও। না হলেই ‘আড়ি’।” একই কথা যশের। তিনি বলেন, “নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রাখা উচিত। তাই দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করুন। সাবধানে গাড়ি চালান না হলেই আড়ি মদ্যপান করে কোনোভাবেই স্টিয়ারিংয়ে নয়।”

 

 

 

ঠাকুরপুকুরের ঘটনায় এ মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ভিক্টো। আজই তাকে তোলা হবে আলিপুর আদালতে। এই ঘটনায় অনেকেই দেখছেন বলিউডের ছায়া। সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলার সঙ্গে তুলনা করছেন কেউ কেউ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন