এবার ‘সিআইডি’র বিরুদ্ধে চুরির অভিযোগ

gbn

এবার ভারতীয় জনপ্রিয় টিভি শো ‘সিআইডি’র বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। শোটির বিরুদ্ধে একজন ইউটিউববার দৃশ্য চুরির অভিযোগ এনেছেন বলে ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে জানা গেছে।

সম্প্রতি সোনি টিভির পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, ‘সিআইডি’র এসিপি প্রদ্যুম্ন নাকি মারা গেছেন। অনেকেই ভাবেন যে শিবাজী সাতাম বুঝি আসলেই মারা গেছেন। আসলে সেটা নয়। মৃত্যু হয়েছে চরিত্রটির। আর সেই কারণেই বর্তমানে চর্চায় আছে এই শো। আর তারই মাঝেই বিতর্কে নাম জড়াল এটির। একজন শিল্পী ইনস্টাগ্রামে দেখিয়েছেন কীভাবে এই শো তার কিছু ইউটিউব ভিডিও ব্যবহার করেছেন গ্রাফিতি দেখানোর জন্য।

 

‘সিআইডি’তে বর্তমানে দেখানো হচ্ছে এসিপি প্রদ্যুম্নকে যে খুন করেছে সেই বারবোসার সঙ্গে বাকি টিম লড়াই করছে। মুম্বাই শহরজুড়ে কিছু ইঙ্গিতবহ গ্রাফিতি দেখা যাচ্ছে সেগুলোর উৎস এবং অর্থই বর্তমানে খুঁজছে দয়া এবং অভিজিৎ। আর সেই গ্রাফিতিগুলোই নাকি চুরি করে ব্যবহৃত হয়েছে এই শোয়ে।

সোমবার মুম্বাইয়ের একজন গ্রাফিতি শিল্পী মুজ গ্রাফিতি তার ইনস্টাগ্রামে এই কথার প্রমাণে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে সিআইডি শোয়ের পক্ষে তার কাজ চুরি করে ব্যবহার করা হয়েছে। কপিরাইট আইন ভঙ্গ করা হয়েছে। মুজ তার নিজের পোস্ট করা ভিডিওগুলোও দেখিয়েছেন।

 

এটি পোস্ট করে এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো আমরা ছোট থেকে এই শো দেখেছি। আর সেখানেই নিজের কাজ দেখতে পাওয়া ভালো বিষয়। কিন্তু খালি আমার কাজ নয়, জেলা, এলমার্টসহ আরও অনেকের কাজ ব্যবহার করা হয়েছে। এখানে মজাটা হলো নিজেরা কোনো শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব চুরি করে ব্যবহার করেছে। আমার বেশ মজা লেগেছে এতে।’

​​​​​​​

 

 

এরপরই নেটিজেনরা মন্তব্য করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, ‘এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন।’ কেউ আবার মজা করে লেখেন, ‘এরাই চোর, খুনি ধরা আর এরাই নাকি নিজেরা চুরি করছে কী কাণ্ড!’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘তাহলে ‘সিআইডি” ও অপরাধ করে!’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন