দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশকে ড্রাফট থেকে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। এর আগে আইপিএল নিলামে অবিক্রীত ছিলেন তিনি। কিন্তু ইনজুরি বদলি হিসেবে আইপিএল থেকে পুনরায় ডাক এলে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন বোশ। যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে।
এ ঘটনায় বোশকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছর পিএসএল ও আইপিএল একই সময়ে হওয়ায় বোশ পিএসএল থেকে নাম প্রত্যাহার করেন। এতে পিসিবি তার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠায়।
সর্বশেষ পিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘বোশ নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ২০২৬ সালের ১১তম আসরে অংশগ্রহণ থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বোশ বলেন, ‘আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের মানুষ, পেশোয়ার জালমির ভক্ত এবং গোটা ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বুঝি আমার সিদ্ধান্ত অনেকের মনে হতাশা তৈরি করেছে।’
নিষেধাজ্ঞা মেনে নিয়ে ফের পিএসএলে খেলার প্রত্যাশা নিয়ে বোশ আরও বলেন, ‘পেশোয়ার জালমির নিবেদিত ভক্তদের কাছে আমি সত্যিই দুঃখিত, আমি আপনাদের হতাশ করেছি। আমি আমার কাজের পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং শাস্তি হিসেবে আরোপিত জরিমানা ও এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। এটি আমার জন্য কঠিন শিক্ষা হলেও আমি এই অভিজ্ঞতা থেকে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে নতুন উদ্যম ও ভক্তদের আস্থা নিয়ে আবারও পিএসএলে ফিরে আসার আশা রাখি।’
পিসিবি বশের ঘটনায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল, যেন একই সময়ে লিগ অনুষ্ঠিত হলেও ভবিষ্যতে কোনো খেলোয়াড় পিএসএলে সাইন করার পর আইপিএলে চলে না যায়।
এবার আইপিএলের সঙ্গে পিএসএলের কিছু ম্যাচের সময়সূচি সাংঘর্ষিক হবে। ক্রিকেটাররা যেন ঠিকমতো অংশগ্রহণ করতে পারেন, সেজন্য পিএসএল ড্রাফট আইপিএল নিলামের পরে আয়োজন করা হয়েছিল। আইপিএল নিলামে অবিক্রীত খেলোয়াড়দেরই পিএসএল দলে নেওয়া হয়।
এবারের পিএসএল ড্রাফটে ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেল, জেসন হোল্ডার, রাসি ফন ডার ডুসেন এবং কেন উইলিয়ামসনের মতো অনেক হাই-প্রোফাইল খেলোয়াড় অংশগ্রহণ করেন, যারা সবাই আইপিএল নিলামে অবিক্রীত ছিলেন।
পিএসএলের দশম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে লাহোর কালান্দার্সের।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন