নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের কৃতী সন্তান ছড়াকার মোহাম্মদ শাহজাহান কমর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। শাহজাহান কমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাইবোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা জন্মস্থান বিয়ানীবাজারের বিয়ানীবাজার উপজেলার কালাইউড়া গ্রামের সোনাতলা মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
মোহাম্মদ শাহজাহান কমর সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ আমাদের সময়ে মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
মোহাম্মদ শাজাহান কমর বড়লেখার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ছেলে। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।
মরহুমের প্রথম জানাজায় অংশ নেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, আমাদের সময়ের মফস্বল ডেস্কের সিনিয়র সাব-এডিটর আবুল হাসান হৃদয় ও মো. আখতারুজ্জামান, ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি রুহুল হাসান শরীফ, শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দ, বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
এদিকে বড়লেখার কৃতী সন্তান আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমরের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোপাল দত্ত, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, কাজী রমিজ উদ্দিন, সাংবাদিক ওলিদ আহমদ, আমাদের সময়ের কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বকস, মুড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন