পুরান ঢাকায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

স্বাধীনতাকামী ফিলিস্তিনি শিশু-নারী ও নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পুরান ঢাকার "আমরা হেকিম হাবিবুর রহমান রোড এলাকাবাসী"।

আজ শুক্রবার (১১ এপ্রিল)  রাজধানীর পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোড (ছোট কাটারা) তিন রাস্তার মোড়ে সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতা "আমরা হেকিম হাবিবুর রহমান রোড এলাকাবাসী" এর উদ্যোগে ফিলিস্তিনি শিশু-নারী ও নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে একটি  বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে ছোট কাটারার প্রধান গেটে এসে শেষ হয়। এসময় ইসরায়েলের বিচারের দাবিতে এবং ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য নানা ধরনের শ্লোগান দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন-সিরাজামমুনিরা জামে মসজিদের খতীব মুফতি মাওলানা হাফেজ মোহাম্মাদ তসলিম আহমেদসহ আরো এলাকার মুরুব্বিরা। এসময় উপস্থিত ছিলেন হাজী মোঃ শামসুল আলম খান, এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, হাজী মোঃ হাসান নেওয়াজ খান বাদল, হাজী মোঃ শাহীনউল্লাহ শাহীন, হাজী মোঃ ইব্রাহিম জুলুসহ এলাকার মুরুব্বি ও যুবকরা। 

বিক্ষোভ মিছিলটি পরিচালনায় ছিলেন আহমেদ হোসেন, মোহাম্মাদ সাদ, মোহাম্মাদ সোহাগ, মোহাম্মাদ নিপু, মোহাম্মাদ ফাহাদ,  মোহাম্মাদ ফায়সাল, মোহাম্মাদ ইমরানসহ "আমরা হেকিম হাবিবুর রহমান রোড এলাকাবাসী"র তরুণ প্রজন্মের তাওহিদী জনতা।

সমাবেশে বক্তারা বলেন, "ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আজ বিশ্ব বিবেক নিশ্চুপ। এক বিংশ শতাব্দীতে এমন গণহত্যা কোনো বিবেক সমর্থন করতে পারে না। তবুও আজকে মানবাধিকারের ঠিকাদার দেশগুলো নির্বিকার। আরব দেশগুলোর শাসকরা নিজেদের ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ইসরায়েল-আমেরিকার গোলামি করছে। শিশু-নারীদের রক্তাক্ত আর্তনাদ ওইসব শাসকদের কানে পৌঁছায় না। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলের বর্বরতার সমর্থন দিয়ে যাচ্ছে। আর জাতিসংঘ মায়া কান্না করছে।

ফিলিস্তিনি জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। তাই ইসরায়েলি আগ্রাসন থামাতে তাদের সব পণ্য বয়কটের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে, আল্লাহর দরবারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের জন্য মঙ্গল ও ইসরায়েলের ধ্বংস কামনা করে দোয়া করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন