॥হুসনা খান হাসি॥
শক্তির অগ্নিশিখা, দীপ্ত তাঁর চোখ,
স্বপ্ন বুনে চলে, ভাঙে যত শোক।
ঝড় আসুক, বাঁধ আসুক পথের কাঁটায়,
সে থামে না, বাড়ে সামনে দৃপ্ত দাঁড়ায়।
নিজ হাতে গড়ে নেয় জয়ের মুকুট,
হার-জিতের হিসেব তার কাছে অমূলক।
পাহাড়ের মতো দৃঢ়, ঢেউয়ের মতো চলমান,
সব প্রতিকূলতাকে করে সহজে পরাস্ত।
আত্মবিশ্বাস তাঁর সিংহের গর্জন,
অন্তর আলোকিত, স্নিগ্ধ চন্দন।
চ্যালেঞ্জের তরঙ্গ সে হাসিতে পাড়ি,
কঠিন বাস্তবতা তাঁর কাছে সাড়ি।
শৈশবেই স্বপ্ন ছিল রঙিন ও গভীর,
নতুন পথের খোঁজে ছিল সে বীর।
কেউ বলেছিল, “পারবে না তুমি!”
সে শুনলো না, বুনলো দৃঢ় প্রতিশ্রুতি।
শুধু নিজেকে নয়, গড়েছে সমাজ,
শিক্ষা, দীক্ষায় সে আলোয় মোহিত আজ।
পরিশ্রম, সাহস, আর সাধনার বল,
তাকে করেছে জীবন-সংগ্রামে সফল।
গৃহ থেকে বাইরে, কর্মক্ষেত্রে দৃপ্ত,
সবখানেই সে একজন লড়াকু শক্ত।
ভালোবাসা, স্নেহ, আর শ্রদ্ধার যে গান,
তার মাঝেই গাঁথা জীবনের মান।
অদম্য সে নারী, অক্লান্ত যোদ্ধা,
সমাজের বাঁধন সে করলো ছিন্ন।
নিজ আলোয় উদ্ভাসিত, সাহসী, নির্ভীক,
সে-ই তো সত্যিকারের শক্তিশালী এক নায়িকা!

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন