লেখক: অধ্যাপক ডঃ হারুন রশীদ দর্শন বিভাগ চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়-
বিনম্র শ্রদ্ধা তোমায় অধ্যাপক হাসনা বেগম নমস্য তুমি, অভিবাদন তোমায় নীতিদর্শনের বিশ্বপরিসরে স্থান করে নিয়েছ তুমি কীর্তি তোমার মহান, অভিবাদন তোমায় শত সহস্রবার হে মহান শিক্ষাগুরু। ১৬ জানুয়ারি ১৯৭৪ স্থান করে নিলে তুমি বিশ্বদরবারে, সংবাদের শিরোনাম হলে অস্ট্রেলিয়ান উইমেন্স উইকলি পত্রিকায়- "Self-imposed Exile is Simply A Matter of Degree"- বিবরণীতে বলা হলো- উচ্চশিক্ষা ও জ্ঞানপিপাসা মেটাতে অস্ট্রেলিয়ায় আগমন ছত্রিশ বছর বয়সী তরুণী নানীর। পিএইচডি ডিগ্রি সম্পন্ন করলে ছয় সন্তানের জননী যখন, রচিত হলো নারী ইতিহাসের নতুন অধ্যায়, প্রথম পিএইচডি গবেষক হওয়ার সৌভাগ্য অর্জন করলে তুমি বিশ্বখ্যাত নীতিদার্শনিক পিটার সিঙ্গারের তত্ত্বাবধানে। ১ডিসেম্বর ২০২০ শেষবারের মতো তুমি সংবাদের শিরোনাম হলে মৃত্যুহীন মৃত্যু হয়ে, পিটার সিঙ্গারের অপর পিএইচডি গবেষক রেইনার এবার্ট শ্রদ্ধা নিবেদন করলেন - "Bangladeshi philosopher, feminist author and social activist" গণ্য করে। ২ ডিসেম্বর ২০২০ তোমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন স্বয়ং পিটার সিঙ্গার " I remember her fondly... learned a few things about G.E. Moore Working with her..."। ২ ফেব্রুয়ারি ২০১৮ ঢাকা কোরিয়ার পত্রিকায় মুদ্রিত হলো তোমার হয়ে ওঠার খবর "From a Housewife to Professor", প্রমাণ করলে তুমি দার্শনিক সত্যের যথার্থতা "From potentiality to actuality"। ১৯৬৭ তে বিরল দৃষ্টান্ত স্থাপিত হলো- মা-মেয়ে একই সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করলে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে; মহিয়সী নারী তুমি নারী শিক্ষা ও নারী মুক্তির পথ প্রদর্শক- ২০১০ এ অর্জন করলে বেগম রোকেয়া চেয়ারের পদমর্যাদা। অনন্যসাধারণ প্রতিভা তোমার আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিলে দেশের জন্য, বায়োএথিক্স জার্নাল এর সম্পাদনা পরিষদের সদস্য আর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োএথিক্স এর সদস্য হয়ে। তোমার মৃত্যু নেই হে প্রিয় শিক্ষাগুরু মৃত্যুহীন সৃষ্টিশীল সত্তা তুমি, বেঁচে থাকবে যুগ যুগ তোমার মহান কীর্তি আর সৃষ্টিকর্মে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন