পাকিস্তান সুপার লিগে গিয়ে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশের ওপেনার লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। অনুশীলনে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এর অর্থ, মাঠে নামার আগেই পিএসএল শেষ হয়ে গেলো লিটনের। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন লিটন নিজে।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে সত্যিই মুখিয়ে ছিলাম; কিন্তু সর্বশক্তিমান অন্য পরিকল্পনা করে রেখেছেন। একটি অনুশীলন সেশনে গিয়ে আমি আঙ্গুলে আঘাত পেয়েছি। স্ক্যান করার পর দেখা গেলো, হেয়ারলাইন ফ্র্যাকশ্চার ধরা পড়েছে। এ থেকে সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ সময় লাগবে।’
‘তাই দুঃখের বিষয় হল, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালবাসা কামনা করছি। সে সঙ্গে আমার দল করাচি কিংসকেও অনেক শুভকামনা জানাচ্ছি।’
সত্যিই পিএসএল খেলার জন্য মুখিয়ে ছিলেন লিটন। পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে, বিমানে ওঠার পর এবং করাচি গিয়ে ক্লাবটির উষ্ণ অভ্যর্থণা- সবকিছুর ছবি নিজে পোস্ট করেছেন ফেসবুকে। আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এবারই প্রথম খেলতে গিয়েছিলেন লিটন।
পুরো পিএসএল খেলার জন্যই ছাড়পত্র ছিল তার; কিন্তু না খেলেই ফিরতে হচ্ছে তাকে। বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন