এবার স্টান্ট ডিজাইনের জন্য অস্কার মঞ্চে প্রশংসিত ‘আরআরআর’

gbn

দক্ষিণী সিনেমা ‘আরআরআর’র ‘নাটু নাটু’ গানের জন্য অস্কারে সেরা অরিজিনাল সংয়ের পুরস্কার লাভ করেছিলেন সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। এ সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন সিনেমাটির নির্মাতা এস এস রাজামৌলি। এবার সিনেমাটির মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। ১০০তম অস্কার অনুষ্ঠানে স্টান্ট ডিজাইনের জন্য একটি নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণায় উঠে এসেছে রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার প্রসঙ্গ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক ঘোষণায় অস্কার কর্তৃপক্ষ স্টান্ট ডিজাইনের জন্য নতুন বিভাগ চালুর কথা জানিয়েছে। যেসব সিনেমা ২০২৭ সালে মুক্তি পাবে তাদের মধ্যে থেকে সেরা স্টান্ট বিজয়ীকে বেছে নেওয়া হবে ২০২৮ সালের অস্কারের মঞ্চে। এ নতুন বিভাগ ঘোষণার সময় অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস যে তিনটি সিনেমা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন তার মধ্যে একটি রাজমৌলি পরিচালিত ‘আরআরআর’। অস্কারের পক্ষে এ ঘোষণা দেখে উচ্ছ্বসিত নির্মাতা।

 

 

 

নিজের সোশাল মিডিয়া পেজে অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নির্মাতা লিখেছেন, ‘অবশেষে ১০০ বছরের অপেক্ষার অবসান। অস্কারের নতুন স্টান্ট ডিজাইন বিভাগের কথা জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই ঐতিহাসিক ঘোষণার জন্য আমি ডেভিড লিচ, ক্রিস ও’হারা, দ্য অকাডেমির সিইও বিল ক্রামার, প্রেসিডেন্ট জানেট ইয়াংসহ চলচ্চিত্রে স্টান্টের সঙ্গে যুক্ত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ঘোষণায় ‘আরআরআর’র ভিজ্যুয়াল দেখে আমি রোমাঞ্চিত।’ এভাবেই নিজের আনন্দ ও সুখবর দুই অনুরাগী ও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নির্মাতা রাজামৌলি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন