আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে বেপেরোয়া চ্যালেঞ্জ করে খুব বাজেভাবে ফাউল করেন কিলিয়ান এমবাপে। রেফারি সঙ্গে সঙ্গেই লালকার্ড বের করে দেখিয়ে দেন ফরাসী এই তারকা ফুটবলারকে। ফলে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি।
সপ্তাহের মাঝে আর্সেনালের কাছে ৩-০ গোলে হারের কারণে রিয়াল মাদ্রিদের জয়ে ফেরা খুব জরুরি ছিল। সে কারণে আলাভেসের বিপক্ষে গোল পেতে মরিয়া হয়ে উঠেছিল তারা। ১৯তম মিনিটে ডিফেন্ডার কার্লোস আসেনসিও’র একটি গোল বাতিল হয় ভিএআর চেক করে অফসাইড পাওযার পর।
এরপর ৩৪তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। এরপর চার মিনিট পরই অঘটন ঘটিয়ে বসেন এমবাপে। আন্তোনিও ব্লাঙ্কোকে বেপরোয়া চ্যালেঞ্জ জানিয়ে বসেন। ভিডিও রিপ্লেতে দেখা যায় এমবাপে ইচ্ছে করেই ব্লাঙ্কোর পায়ের গোড়ালি বরাবর লাথি বসিয়ে দেন। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর দেখে অপরাধের মাত্রা নিশ্চিত হয়ে রেফারি লাল কার্ড দেখান।
এ নিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছেই দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছেন এমবাপে। মাদ্রিদের সহকারী হোক ডেভিড আনচেলত্তি জানিয়েছেন, এমবাপে লাল কার্ড দেখার ঘটনায় তিনি সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। তিনি ভুলক্রমে যে ঘটনা ঘটিয়েছেন, সে সম্পর্কে নিজে খুব অবগত আছেন বলেও জানান এই রিয়াল তারকা।
একই ধরনের ফাউল করা হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গেও। রেফারি এখাওন একই শাস্তি প্রয়োগ করেন। আলাভেসের ডিফেন্ডার মানু সানচেজকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
সহকারী কোচ ডেভিড আনচেলত্তি কিন্তু কোচ কার্লো আনচেলত্তির ছেলে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন রিয়াল কোচ। এই মৌসুমে ৫ হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ থাকেন তিনি। যে কারণে ছেলে ডেভিড আনচেলত্তি আলাভেসের বিপক্ষে রিয়ালের ডাগআউটে দাঁড়ান।
ম্যাচ শেষে ডেভিড আনচেলত্তি বলেন, ‘কিলিয়ান এমবাপে অপরাধ করার মত কোনো ফুটবলার নন। তিনি আসলে এ ঘটনা নিজেই মর্মাহত। এ কারণে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। যে অপরাধ তিনি করে ফেলেছেন, সেটা নিয়েও সচেতন আছেন তিনি।’
ডেভিড আরও বলেন, ‘ছোট ছোট কিছু ফাউলের শিকার হওয়ার ফলে তিনি রেগে যান। যে কারণে এই ভুলটা করে ফেলেন। যদিও ক্ষোভ প্রকাশের এটা সঠিক কোনো ভাষা নয়। আমি একে কোনোভাবেই সঠিক মনে করি না। তবে এটা ঘটে গেছে।’
রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে এবারই প্রথম লাল কার্ড দেখলেন কিলিয়ান এমবাপে। পিএসজিতে থাকাকালীন তিনবার লাল কার্ড দেখেছিলেন- যার একটি ফ্রেঞ্চ লিগ ওয়ানে এবং দুটি উয়েফা চ্যাম্পিয়ন্সশিপে।
এখন রিয়াল মাদ্রিদ অপেক্ষায় রয়েছে এমবাপের শাস্তিটা কত বড় হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত জানাবে লাল কার্ডে শাস্তি কি হবে। তবে অ্যাতলেতিকো মাদ্রিদ এবং গেটাফের বিপক্ষে ম্যাচ দুটি মিস করতে পারেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন